1পৌল, ঈশ্বরোক ইচ্ছাম খ্রীষ্ট যীশুক শিষ্য, ইফিষ শহর বাসকেরেহেলে পবিত্র ও খ্রীষ্ট যীশুতে বিশ্বাসক মেনষানিক জন্যে চিঠি । 2হামনিক পিতা ঈশ্বর এবং যীশু খ্রীষ্ট সেতির দায়া আর শান্তি হামনিক উপরাম আয়োক । খ্রীষ্টক ভিতোর আত্মিক আশীর্বাদ ।3ধণ্য হামনিক প্রভূ যীশু খ্রীষ্টক ঈশ্বর ও পিতা, যে হামনিক সাব রকম আত্মিক আশির্বাদে স্বর্গীয় জাগওয়াম খ্রীষ্ট অশির্বাদ কেরেলে। 4কারণ ওঁহ পৃথিবী সৃষ্টিক আগু সেথির খ্রীষ্ট হামনিক বাছিক রাখলে, যেন হামনিক ঔকোর অখিয়াম পবিত্র ও খাটি হেয়ে।5ঈশ্বর হামনিক যীশু খ্রীষ্টক ভিতোর দেক নিজোক জন্যে পালিতবেটাক জন্যে আগু সেতির ঠিক কেরিক রাখলে; হেটা ওঁহ জোক মতোক অন্তরক ভিতর নিজোক দয়াক ক্ষমতা সুনামক জন্যে কেরেলে। 6হে সাব কেরেলে যেনো ঈশ্বরক সুনাম প্রকাশ হেয়ো, যেটা ঔহে খোলিক ওকোর আদরোক বেটাক ভিতোর দেক হামনিক দেলেহেয়ে।7যাতে হামনি খ্রীষ্টক রক্ততদেক মুক্তি, অর্থাৎ পাপ সেতির ক্ষমা পায়ে; সেটা ঈশ্বরক দায়া-ধন অনুসারে ভেলে , 8যা ওহে সাব জ্ঞানোম আর বুদ্ধিম হামনিক উপর গিরেল দেলে ।9সে গুলা ওঁহে হামনিক নিজোক মতোক গোপন সত্যেক পরিকল্পনা জানলে, ওকোর মনোক অনুসারে খ্রীষ্টক ভিতোর প্রকাশ কেরেলে। 10ওঁহে ঠিক কেরিক রাখলে যে সময় ঠিক হোয়েক পর, সে উদ্দেশ্য সটিক কেরেক জন্য ওঁহে স্বর্গক আর পৃথিবীক সাব কিছুক মিল কেরিক খ্রীষ্টক শাষনোক ঠিনা রাখতে11যীশু খ্রীস্টক মধ্যো দেক কেরাল যাতে, যাতে হামনিক ঈশ্বরক ক্ষমতাক ভিতোর ভ্যালাইয়ে , হেয়েল পারে ওঁহ সাব কিছু নিজোক মতোক অনুসারে সাধন কেরেলে, ওকোর ইচ্ছা অনুসারে হামনি আগু বাছায় ভেলায়ে; 12হেভাবে আগু সেতির খ্রীষ্ট আশা কেরেলে যে হামনি, হামনিক ভিতোর দেক যেন ঈশ্বরক ক্ষমতা গৌরব হেওয়ে।13খ্রীষ্টক ভিতোর দেক হামনিও সত্যেক কাথ্যা, হামনিক মুক্তিক সুখবর, শুনে এবং ওকরাম বিশ্বাস কেরিক সেই কাথাম পবিত্র আত্মা দেক কিনিলেলে। 14সেই পবিত্র আত্মা লেগে হামনিক পরিত্রানক জন্যে, ঈশ্বরক ক্ষমতা গৌরবক জন্যে আর হামনিক চেঙ্গেরগুলান জন্য বায়না । ইফিষীয়সেনিক পৌরক প্রার্থনা ।15হে জন্যো প্রভু যীশুক যে বিশ্বাস কেরে এবং সাব পবিত্র মেনসানিক ইপরাম দেক ভালোবাসা তোহনিক ভিতরাম হো, 16ঔকোর কাথ্যায় শুনিক হেমেও ধন্যবাদ দিয়েল নে থামলেয়ে, হামর প্রার্থনা সময়ে তোরনিক নাম উল্লেখ কেরিক সেটা কেরেয়ে।17যেন হামনিক প্রভু যীশু খ্রীষ্টক ঈশ্বর, গৌরবক বাপা, নিজোক জ্ঞানোক ও পেঠাক তোনিক আত্মা দিও; 18যাতে তোরনিক মনক আখিয়াক আলো হেয়ো, যেন তোরনি জানেল পারিস, ওকর হেয়েক আশা কি, পবিত্রসেনিক মধ্যে ওকর জন্মালোক গৌরবক সম্পত্তি কি,19এবং বিশ্বসকারী হামনি যে, হামনিক মধ্যো ওকর ক্ষমতাক বেশি গুরুত্ব কি। 20এটা ওকর শেক্তিক ক্ষমতাক কাম অনুসারে, যেটা ওহে খ্রীষ্টক ঠিক কেরলে, সত্যি ওহে ওকরাক মোরলা মেনষানিক সেতির উঠালে এবং স্বর্গম নিজক ডেহনা পারে বেসাক রাখলে, 21সাব মালিক,ক্ষমতা,শুদ্ধ, আর প্রভুক উপরাম যেতনা নাম শুধু এখনি নে, কিন্তু ভবিষ্যতেও বলাল যে, সেগলা সাব কিছুক উপরাম অধিকার দেলে ।22আর ওহে সাব কিছু ওকর গোড়াক নিচে বশ কেরলে এবং ওকরাক সাবুক মাথাম উপর উঠাক দান কেরেলকে; 23সে মন্ডলী খ্রীষ্টক দেহ ও ওকর ঠিক রূপে, ওঁহু সাব কাথা পুরণ কেরেলকে।
1যেখনি তরনি নিজ নিজ অপরাধন আর পাপম মরিহেল্লি, তেখনি ওঁহ তোরনিক জীবন দান কেরেহেল্লে; 2এই সাব কিছুক তোরনিক আগুক নিয়মে চেলেহেলি পৃথিবীক নিয়ম মতে , আকাশক মালিকযতনকাম কেরেহলি, অর খারাপ আত্মা চেংরিয়ানিক ভিরত কথা কেরেহেলে যে আত্মা বসম চেলেহেলি হকুম মানিক চেলেহেলি , 3সে লগানিক ভিতর হামনিও সাবু নিজক নিজক ইচ্ছা মতন ব্যবহার কেরতেরেহেলিয়ে, মাসংক আর মনক মেলা মেলা যেরকম ইচ্ছা পূর্ন কেরে হেলি আর অন্য সভাবক লোক রসন রাগক চেঙ্গের হেলিয়ে।4কিন্তু ঈশ্বর দায়াম মালিক হোকে বলিক নিজক নিজক মতন হামনিক ভালোবাসা কে, সে জন্যনে হামনিক ,এমনকি 5পাপে মরল হামনিক খ্রীষ্টক সেঙ্গে বাচালকে আর যীশুক দায়াম তোরনি মুক্তি পালি। 6ওঁহ খ্রীষ্ট যীশুকসেং হামনিক বাচালকে, অর অকর সং হামনিক স্বর্গম বেসালকে। 7একর মতলক হেকে,খ্রীষ্টক যীশুম হামনিক উপর অওক দেখালো মধু রসন ভাব যেন, ওহু বছর বছর নিজক দায়াক ধন প্রকাশ কেরেল পারে কারণ দয়ায় তেরনি খ্রীষ্টক উপর বিশ্বাস কেরিক মুক্তি পালি।8কারণ, দয়ায় তোরনি খ্রীষ্টক উপর বিশ্বাস কেরিক মুক্তি হেটা তোরনি ঠিনা নে ভেল, এটা ঈশ্বরক দান, 9এটা কামক ফল নেলেগ সে জন্য কেইও যেন অহংকার নে 10কেরে। হামনি হেকিয়ে ওঁকর জনমল আর মেলা রকম ভালো কামক জন্য খ্রীষ্ট যীশুক জনম; ঈশ্বর ইগলান আগুতৈরি কেরি রাখলে, যেন হামনিক হো রাস্তায়াম চেলের পারিয়ে।11খ্রীষ্টয় মন্ডলীয়ানিম পরজাতী ও অপরজাতী ভিতর মিলঅতএব: তোরনি মনেকর, তোরনিক আগুক দেহক সমন্ধ্য পরজাতী ত্বকছেদক, যাসুম,হস্ত হস্তকৃত ত্বচ্ছেদ নামস যেসনিক চিত্তেরেহে সেসনিকিম ছিন্নত্ব নামম চিনতো রেহে তোরনিক। 12ওঁহ তোরনিক সাকু খ্রীষ্টক সেতির আলাদা হেলি, ইস্রায়েলক প্রজাধিকারক বারাহাম একর প্রতিজ্ঞাযুক্ত নিয়মগুনির অসমাক্যয় হেলি,13কিন্তু এখনি খ্্রীষ্টক যীশুম, আগু তোরনি মেলা দুরি হেলি. আর তোরনি এখনি যীশুক রক্ত ভিতর দেক কাছে আলোহি 14কারণ ওহ হামনিক ভিতর যে দেয়াল হেলে সেটাও ভাঙ্গিগিক দেলে, 15শত্রুতাকেনি এক রসন মানুষ তৈনি কেরে আর এরকম কেরিক শান্তি আনে 16আর ক্রশম শত্রুতাকেনি মারিক ওই ক্রশামেনি এক দেহম ঈশ্বরক সং দুই পক্ষক মিল কেরি দিয়ে।17আর ওহ আসিক,দুনিয়া ওকরাক, তোরনি ঠিনা মিলনক শান্তির সুখবর জানালোকো। । 18কারণ হামনিক সাবু ওকর ভিতর দেক এক আত্মায় ঈশ্বরকঠিনা জ্যক শান্তি পালাহে ।19অতএব তোরনি কেহো আর পর হনহেকি,কিন্তু পবিত্র লোক ঈশ্বরক ঘরক লোক! 20তোরনিক লোক আর ভাববাদি ভিতর সেতির উঠাক আনলো; আর যীশু হেকে ঘরক শক্ত পাথর, 21যে জন্য সাব গাঁথানি এক সং ভেগ যীশুক পবিত্র মন্দির হেওয়েক জন্য বৃদ্ধি পাওয়ে। 22সেখাতের যীশু খ্রীষ্ট তোরনিক ঈশ্বরঠিনা রাখেকখাতির একসং জড় ক্যারা হওয়ে।
1এই জন্যে হামে পৌল, তোরনিক অর্থাৎ পরজাতি জন্য খ্রীষ্ট যীশু ঠিনা বন্দী- 2ঈশ্বরক যে অনুসারে দয়াক মতে তোরনিক উদ্দেশ্য হামরাক দেয়ালা ভেলে, তেকর কাথা তোরনি শুনলাহি ।3সরাসরি প্রকাশ মাধ্যমে লুকালো সেই সত্য হামরঠিনা জানালো ভেলে, যে রকম হামে আগু অল্প লেখলায়ে; 4তোরনি উটা পড়লে খ্রীষ্ট সম্পর্কে লুকানো সত্যিটা ভালো কেরিক জানেল পাবি। 5আগুক জুগম এক মরদবেটা সেকতর অরেক এক মরদবেটা সেই লুকালো সত্য মানুষকঠিনা জানাল নে ভেলে। যেভাবে এখনি ওকর আত্মাম পবিত্র লোক ও পবিত্র নবী প্রকাশ ভেলে ।6সত্যে ভালো খবর সেতির খ্রীষ্ট যীশু ঠিনা পরজাতীসেনি ভাগ পাতে একদেহম শরীরক ও প্রতিজ্ঞাক অংদারী হেয়ে; 7ঈশ্বরক দয়াম যে দান তেকর অশ্চর্য্য কাম শেষ সেতির হামরাক দেওয়া ভেলে, তেখনি সেতির হাম ভাল খবরক দাস ভেলাইয়ে।8হাম সাব পবিত্র সেনিক ভিতর সাবুক ছোট ভেলোও আশির্বাদ হামরাক দেওয়াল ভেলে, যাতে পরজাতী টিনা হাম খ্রীষ্টই ধন বিষয়ে সুখবর দিইয়ে। যে ধনক খোঁজ কেরিক পাওয়াল না হেতে। 9যেটা মেলা দিন সেতির সাবুক মালিক ঈশ্বর ঠিনা গোপন হে, ই গোপন কাথাক নিয়ম কানুন কি,10ফলে বিচারক সেনি এবং ক্ষমতাসেনিক মন্ডলীক মধ্যে দেক স্বর্গ জাগুয়া পরাক্রম ও ক্ষমতা ঈশ্বরক নানা জ্ঞানজানানো ভেতে। 11চিরকালেই সেই উদ্দেশ্য সেতির যে প্রতিজ্ঞা ওহঁ হামনিক প্রভু যীশুঠিনা কেরলেহে12তাঁতেই হামনিকক ওকর উপর বিশ্বাসক মাধ্যমে সাহুস এবং শক্ত কেরিক হাজির ভেক ক্ষমতা, পালালেয়েহে 13অতএব হামর প্রার্থনা এটা তোরনিক জন্য হামর যে সাব কষ্ট ভেলে তাতে যেন উৎসাহ হিন নে হ্যায়েও ই সাব তোরনিক সুনাম14প্রার্থনা আর ধন্যবাদক আনন্দএই কারণে ওই পিতা ঠিনা হামে হাটু পাতয়ে। 15স্বর্গক ও পৃথিবীক সাব বোপক বংশ যকর ঠিনা সেতির নাম পালে, 16যেন ওঁহ নিজক শক্তিক ধন সেতির তোনিক আশির্বাদিয়ে যাতে তোরনি পবিত্র আত্মাদেক ভিতর দেক মানুষক বিষয়ে শক্তিশালী হেয়েল পারি ।17যেনে বিশ্বাসক ভিতর খ্রীষ্ট তোরনিক অন্তরাম রেহে, 18যেনে তোরনি প্রেমেমক ভিতরাম গড়িক শক্তিশালী ভেগ- সাবগুলান পবিত্র সেঙ্গে বুঝাল চেষ্টো কর যে ই অসার ,লম্বা, উচ্চতা ও গভীর একি, 19এবং জ্ঞানক বাহরে খ্রীষ্টক ভালেবাসে সেটা যেনে জানেল চেষ্টা কর।20এভাবে যেনে ঈশ্বরক ঠিনা উদ্দেশ্যম যাওয়া, উপরাম যে শক্তি মধ্যে কাম শেষ কেরে ,সেই শক্তি সেতির যেহে হামনিক সাব প্রার্থনাক চিন্তা সেতির বেশি কাম কেরেল পাতে। 21মন্ডলীম এবং খ্রীষ্ট যীশু ঠিনা যুগিক শেষ দিন তির যুগে যুগে ওকরে হোক, আমেন।
1অতএব প্রভুতে আটকি রেলোহে হাম তোরনিঠিনা অনুরোধ কেয়ো, তোরনি যে ডাককম আলায়ি যে ওকর ঠিকঠাক ভেক চল। 2গোটে ভালো ও ধিরে ভালো ভাবে এবং ধৈয্যক সেঙ্গে চল, প্রেমম একজন অন্যজনাক প্রতি ক্ষমতাশীল হো” 3শান্তিক একসংগে অত্মাক একতাক রক্ষা কেরেল অগ্রহি হও।4দেহিয়া এক আত্মা এক যেরকুম তোরনিক হাকাম একাটাই আশায় তোরনি আলায় 5প্রভু এক বিশ্বাস এক, বাপ্তিস্ম এক 6সাবুক ঈশ্বরও বাপা এক ওঁহু সাবুক উপরাম, সাবুক ঠিনা ও সাবুক মনাম হে ।7কিন্তু খ্রীষ্টক দানক অনুসারে হামনিক সবুক জনাক দয়াম দেদেলে 8এজন্য কাথুয়াম হে” উুঁ স্বর্গম উঠিক বন্দীগুলাক আটকি রাখেলকে মেনসানিক মেলে রকম আশির্বাদ কেরেলকে9ওঁহু উঠলে একর গুরুত্ব কী ? নে হেটা যে উুঁ পৃথিবীক ভিতরাম নামেললে 10যে নামেললে ওঁহ একে ম্যানসা য্যে স্বর্গাক উপরা পর্ন্ত উঠলে, যাতে সাব কিছুই অকর দেক পূর্ণ কেরেল পারে।11আর ওঁহ কেতনাজনাক লোক, ভাববাদী সুখবর প্রচারম্যানসা আর ক্যয়াকজন পালক আর শিক্ষাগুরু কেরিক দান কেরেলে, 12পবিত্র সেনিক বানায়েক জন্য কেরলে সেবা কাম যেন ঠিক হ্যিাওয়ে 13যেতনাক্ষণ হে হামনিক সাবু ঈশ্বরক পুত্রক বিশ্বাসম ও সত্যজ্ঞানম এক সত্যং পর্যন্ত, ভালো মরদবেটা অবস্থা পর্যন্ত14যেন হামনিক আর চেঙ্গের নে রেহিকয়ে,মানুষক ঠকনাম, চারাকিম , ভুল ডাহারাম চালনাম, ঢেউয়ক আঘাতম আর হো শিক্ষাক বাতাসম হিনাখা: পরিচালিত নেহেয়ে, 15বরং হামনি প্রেমেম সত্য বলিয়ে আর সাব সমে অকর মধ্যে বড় ভেক উঠায়ে 16যো ল্যাগে খ্র্রীষ্টক মাথা, যে মাথা উুঁ খ্রীষ্টক অকর সেথির গটে দেহিয়া সাবকেটা যুক্তি যে উপর যোগ্যাওয়ে, তেকর দেক ঠিক ঠাক একস্যাং আর এক যুক্ত ভেগ সাব ভাগ্য নিজক নিজক ভাগ্য অনুযায়ী কাম অনুসারে দেহক বৃদ্ধি সাধন ক্যারল্য নিজক প্রেমক গাঁথিক উঠাক জন্যে ক্যরেলে ।17আলোক ধিয়াপুতা ভেগ জীবন যাপন করঅতএব হামে এটা ক্যাহয়ায়ে, ও প্রভু শক্ত ভাবে হুকুম ক্যারায়ে, তোরনি আর পরজাতী সেনি মতন জীবন যাপন নে কেরিও 18ওহাসনি নিজ নিজ মনক ইচ্ছা মতন জচলে; হোসনিক মনাম আনাহার ভে রেলে, ঈশ্বরক জীবন সেথির ভাগ ভেগেলে, মন দেক না বুঝাল জন্য, হৃদযক ভিতর কঠিন ভেগেলে 19সেসনি চুপ কেরিক অকর জন্য নিজকস নিজক লোভে সাব রকম খারাপ কামে গিরা দেলে।20কিন্তু তোরনি খ্রীষ্টক সম্পর্কে হেরকম শিক্ষা নে পালয়ি; 21ওকর বাক্য শুনলেই এবং যীশুম যে সত্যিটা অনুসারম হোটেম শিক্ষত ভেলেয়ি; 22যেন তোরনি পুরাতন আচরনেক জন্য হো পুরানো ম্যানষাক বাদ দেদি যেটা প্রতারনাক মেলেরখম কামনাক মতে ভুল নাখা চেলি যায়ে23নিজক নিজক মনাক আত্মাক যেন জেলদি কেরিক লতুন ভেগ উঠে, 24হো লতুন ম্যানষাক বাছিক যেত্যকে পবিত্রতাম আর ধার্মিকতাম ঈশ্বরক মতন তৈরি ভেলে ।25অতএব তোরনি, যেগুলা মিথ্যা ওগুলা ছাড়ি দেক, সাবু নিজক নিজক প্রতিবেশীক স্যাং কাথা কহ; কারণ হামনিক একজনা অন্য জনাক দেহীয়া ল্যাগেয়ে 26রেগে গেলে ও পাপ নে ক্যারিও ; সূর্য্য ডুবি যোক আগু তোরনিক রাগ শান্ত হেওক, 27আর শয়তানক জাঘা ন্যে দিও28চোর আর নে চোরাক, বরং নিজক নিজক হাতে ব্যবহার কেরিক সৎ কাম কর যেন গরিবক দিয়েক জন্যে ওকর হাতাম কিছু রেহে। 29তোরনিক মুহা সেথির কোনো রকম খারাপ কাথা বাহার ন্যা কেরিয়ো কিন্তু দরকারোম গাঁথি উঠায়েক জন্যে ভালো কাথা বাহার কেরিও যেন যেসেনি শুনে হোসনিক আশির্বাদ দান কেরা হেওয়ে। 30আর ঈশ্বরক সে পবিত্র আত্মাক কস্ট নে দিও , যকর দ্বারা তোরনিক মুক্তিক দিনোক অপেক্ষা চিহ্নি ভেলাইয়ে।31সাব রকম খারাপ ,কাথা নিন্দা, রাগ, ঝাগরা, ঈশ্বরকনিন্দা আর সাব রকম হিংসা তোরনি ভিতর সেতির দূর হোক 32তোরনি একজনা অন্য জনা মধুক স্বাভাব আর নরম মনক হো, একজনা অন্য জন্যাক ক্ষমা কর যে রকম ঈশ্বরও তোরনিক মাপ কেরলো।
1যাইহোক প্রিয় চেঙ্গেরিয়ায়ানিক মতন তোরনিক ঈশ্বরক অনুকারি হো। 2আর প্রেমম চল, যেরকম চল, যেরকম খ্রীষ্টও তোরনিক প্রেম কেরেরলো আর হামনিক জন্যে ঈশ্বরক উদ্দেশ্য ঠিক জন্যে, দান আর বলিরূপম নিজক বলিদান দেলল।3কিন্তু বেশ্যাসেনিক ও সাব রকম অপবিত্রতা বা লোভ নামাও যেন তোরনিক ভিতরাম নে হেওেয়ে, যেরকম অপবিত্রসেনিক যগ্যে । 4আর খারাপ ব্যবহার আর আবোল কাথা কিম্বা ঠাট্টা তামাশা, হে সাবুগুলান নাংচরাক মতো ব্যবহার যেন নে হেওয়ে,কিন্তু ধন্যবাদ দেওয়া হেওয়ে।5কারণ তোরনিক অবশ্যইজানাই< বেশ্যাসেনি কি ভালো কি লোভী হোসনি তো মূর্তি পূজা কেরে হোসনি কেয়ো খ্রীষ্টক আর ঈশ্বরক রাজ্যক ভাগ নে পাওয়ে। 6ঝুটে কাথা দেক কেয়ো যেন তোরনিক নে ভুলওয়ে; কারণ হে সাব দোষক জন্যেই আবাধ্য চেঙ্গেরিয়ানিক উপরাম ঈশ্বরক রাগ আওয়ে। 7যাই হোক হোসনিক সমান ভাগী নে হেয়ো;8কারণ তোরনিক এক সমে আনাধারাম হেলি, কিন্তু এখনি প্রভুতে আলোকিত ভেলাই; আলোক চেঙ্গেরিয়ানিক মতন চেল- 9কারণ সাব রকম মঙ্গলভাবে, ধার্মিকতাম আর সত্যক আলোক ফল হেওয়ে 10প্রভুক সন্দেহজনক কি, তেকর পরীক্ষা কর। 11আর আনাধরাম ফল নে হে হোরকুম কামক ভাগী নে হেয়ে, বরং হোগলাক দোষ দেখা দি 12।কারণ হোসনিক গোপননাম যে সাব কাম কেরে, হোগলা উচ্চারণ কেরাও লজ্জাক কাথা।13কিন্তু দোষ দেখা দেলে সাবকিছু আলোক ভিতরদেক ছোড়া য়াওয়ে; সাধারণত যেটা ছোড়া গিরে, সেগুলো সাব আলোাকিত । 14সে জন্যে পবিত্র শাস্ত্রম লেখলো হে, “সে সুতলো লেোগ জাগি উঠ আর মরলানি ভিতর সেতির উঠ, তেহেলে খ্রীষ্ট উপরাম আলোক উজ্জল কেরতো ।’15অতএব তোরনি ভালো কেরিক দেখ, কিভাবে চেলেহ, কেহুশ গুলান মতন নে চেলিক জ্ঞানীগুলাক মতন চল। 16সুযুগ কিনি লে, কারণ হে সমেটা খারাপ। 17একর কারণ বকা নে হেয়েঅ, কিন্তু প্রভুক ইচ্ছা কি সেটা বুঝ ।18আর নিশা পিক মাতাল নে হেয়ো, হেটাম সর্বনাশ হে; কিন্তু পবিত্র আত্মম পরিপূর্ন হও । 19গীত, গ্যান আর আত্মিক শক্তিম একজনা আরেক জনাক কাথা কহ; জিক নিজক মনম প্রভুে উদ্দেশ্য গ্যান ঢোল বাজা ; 20সাব সমে সাব কিছুক জন্যো হামনিক প্রভু যীশু খ্রীষ্টক নামে পিতা ঈশ্বরক ধন্যবাদ কর; 21খ্রীষ্টক ডরে একজন আরেক জনাক বাধ্য হো।22বহরিয়া ভাতারক সাবুক কর্ব্যছোড়িসেনি তোরনি যেরকুম প্রভুক, সেরকমি নিজক জিক ভাতারক ব্যাধ্য হো। 23কারণ ভাতার বহরিয়াক মাথা , যে রকম খ্রীষ্ট ও মন্ডলিক মাথা; উ আবার দেহক উদ্ধারকর্তা ; 24কিন্তু মন্ডলীে যেরকুম খ্রীষ্টক বাধ্য, সেরকুম জেনীয়ানি সাব বিষয়ে নিজক নিজক ভাতরাক বাধ্য রেহোক ।25ভাতরানি, তোরনি নিজক নিজক বহোরিয়াকেনি সেই মতন ভালোবাসা, যেরকুম খ্রীষ্ট ও মন্ডিলীকেনি ভালোবাসেলকে, তোকর জন্য নিজক দান কের দেলকে; 26যেন উু পানিক ন্যাহ্যক দ্বারাদেক শাস্ত্র ওকর ভালো কেরিক পবিত্র, 27যেন নিজক নিজক ঠিনা মন্ডিলীকেরি গোরবময় অবস্থানম আনে, যেন ওকর বলঙ্ক বা ওর বা হেরখম আর কনো কিছু নে রেহে, বরং উঁ যেন পবিত্র আর কুটনি হীন হেওয়ে।28সেরকম ভাতারানিও নিজক নিজক বহারিয়াক নিজক নিজক শরীলক মতন ভালোবাসাতে বাধ্য । নিজক বহরিয়াক যে ভালোবাসে, তেহে নিজককেনি ভালোবাসে। 29কেয়ো ত কেভনিও নিজক দেহাক প্রতি ঘৃণা নে কেরলে, বরং সাবু ওকর ভরন পোষন আর লালন পালন কেরে; যেরকুম খ্রীষ্টও মন্ডিলী কেরলে; 30কারণ হামনিক ওকর দেহাক অঙ্গ ।31সে জন্যেই লেগানি নিজক বাপা-মায়াককেনি ত্যাগ তকরিক নিজক বহরিয়া সেঙ্গে মিশি যাতে আর হো দুযোজনা একটা দেহ ভেতে’। 32এ নুকানো সত্যিটা মেলে বড়, কিন্তু হামে খ্রীষ্টক আর মন্ডলীক উদ্দেশ্য হেটা কেহেলিয়ে। 33তোয়ো তোরনি সাবু নিজক নিজক বহরিয়াকেনি নিজক মতন ভালোসিয়ো; কিন্তু বহরিয়াক উচিত উু যেন ওকর ভাতারাক ডর ক্যেরে।
1ছড়াছড়িসেনি, তোরনিক প্রভুতে বাপামায়াক মান্য কেরিও; কারণ হেটা ঠিক । 2“তোর বাপা ও মায়াক সন্মান কর,”- হেটা প্রতিজ্ঞাক প্রথম আদেশ । 3“যেন তোর ভালো হেওে এবং তোহ পৃথিবীম মেলা দিন বাচী রহ ।4” আর বাপপাগুলান, তোরনি নিজ নিজ ছড়াছড়িক গুলানক ন্যা রাগায়ো, বরং প্রভু শাষনম ও শৃঙ্খলাক ভিতর হোসনিক মানুষ কেরিক উঠা । চাকর এবং মালিক ও সেনি5চাকরসেনি,যেরকুম তোরনি খ্রীষ্টক মানিক চল সেরকুম ডর ও সন্মান সেঙ্গে ও ভালো অনুযায়ী চল নিজক দেহ পৃথিবীক গুরু সেনিক কাথা মানিক চেল; 6মানুষক সন্তাষ্ট সেবা নে কেরিক, বরং খ্রীষ্টক দাসক মতো আগ্রহসহ ঈশ্বরক ইচ্ছা পালন কেরাই বলিক মনে কর, মানুষক সেবা ন্যা 7বরং প্রভুক সেবা কেরাই বলিক আন্দম সেঙ্গেই দাসক কাম কর; 8জানি রাখিও, কণ ভালো কাম কেরলে সাব মানুষ, সে চাকর হোক বা স্বাধীন মানুষ হোক , প্রভু ঠিনা ভালো কিছু পাতে।9আর মালিক । তোরনি ওকর ঠিনা সেইরকম ব্যবহার কেরিও, ওসনিক হুকুম দেওয়া ছাড়া, জানি রাখিও , ওসনিক এবং তোরনিক প্রভু স্বর্গম হো, আর ওঁহু কোকরোক দালালি ন্যা কেরে।10শয়তানক বিরূদ্ধে যুদ্ধশেষ কাথা হেটা তোরনি প্রভুতে ও ওঁকর শক্তিক ক্ষমতাক শক্তিশালী হোও। 11ঈশ্বরক সাব যুদ্ধক পোষাক পিন, যেন শয়তানক ষামনে মেলা খারাপ চিন্তা সেতির উঠেল পারি।12কারণ পৃথিবীক সেঙ্গে নে, কিন্তু শক্তিশালী সাবুক সেঙ্গে, ক্ষমতা সাবুক সেঙ্গে, এই পৃথিবীক অন্ধলোক গুলান সেঙ্গে, এই স্বর্গীয় জাগুয়াম সেঙ্গে হামনিক যুদ্ধ চেলে। 13এই জন্য তোরনি ঈশ্বরক সাব যুদ্ধক পোষাক পিন, যে সেই দুরসময়ে ঠিক কেরেল এবং সাব শেষ কেরিক উঠিক খাড়া রেহেল পারি14অতএব সত্যেক ডারকাসনা মারিক শক্তভেগ, 15সত্যেক বুকপাটা এবং শান্তির সুখবরক পরিপাটিক জুতা গড়াম পিনিক খাড়া ভেগ রহ; 16এই সাব ছাড়া বিশ্বাসক হেনাখা গ্রহন কর, যকর দেক তোরনি সেই খারাপ আত্মাক সাব আগিনম তরেক নিভাল পারবে;17এবং উদ্ধারক কষ্টকর ও আত্মাক অস্ত্র অথ্যাৎ ঈশ্বরক কাথা গ্রহন কর। 18সাব রকম প্রার্থনা ও অনুরোদক সেঙ্গে সাব সময়ে পবিত্র আত্মা প্রার্থনা কর এবং এ জন্য সাবসময় প্রতিনিয়ত ও অনুরোধসেঙ্গে জাগি রহ।19সাব পবিত্র লোক এবং হামর জন্য প্রার্থনা কর যেন মুহা খোলিক সঠিক লোক হামরাক দিয়েল পারে, যাতে হামে সাহসক সেঙ্গে সেই সুখবর গোপন কাথা জানেল পারিয়ে, 20যকর জন্য হামে শিকরিকম আটকিক রাজদূতক কাম কেরাইয়ে; যেরকম কাথা বলা হামর উচিত, সেরকম যেন সেই কবষয়ে সাহস দেখাল পারায়ে।21সিদ্ধান্তআর হোকর বিষয়ে, হামর কিরকম চেলে, হেটা যেন তোরনি জানেল পারিস, ওকর জন্য প্রভু বন্ধুভাই ও কাছক লোক সে জানিক ওঁহ তোরনিক সাব জানাতো । 22হামে তোর ঠিনা সেই জন্য পাঠালিও, যেন তোরনিও হামনিক সব খবর জানেল পারিস এবং ওহ যেন তোরনিক মনাম সান্তনা দিয়ে।2324বাপা ঈশ্বর এবং যীশু খ্রীষ্ট সেথির শান্তি এবং বিশ্বাসক সেঙ্গে ভালোবাসা,ভাইগুলান ঠিনা আয়োক। হামনিক প্রভু যীশু খ্রীষ্টক যেসনি ঠিকভাবে ভালোবাসে, দয়াম ওঁহ সাবুক সেঙ্গে সেঙ্গে রোহক ।
1হামে পৌল, ঈশ্বরক ইচ্ছা অনুসারে খ্রীষ্ট যীশুক প্রেরিত আর হামনিক ভাই তীমথীয়, 2কলসিয়ম ঈশ্বরক পবিত্রসেনি আর খ্রীষ্টে বিশ্বাসি ভাইসেনি । হামনিক বাপ ঈশ্বরক দয়া আর শান্তি তোরনিক উপর আওয়োক । 3হামনিক প্রভু যীশু খ্রীষ্টক বাপ ঈশ্বরক ধন্যবাদ দিয়ে আর হামনি সবসময় তোরনিক জন্যে প্রার্থনা কেরেয়ো ।4খ্রীষ্ট যীশুক উপর তোরনিক বিশ্বাস আর সব পবিত্র ম্যেনষানিক উপর তোরনিক ভালবাসাক কাথা হামনি শুনলেয়ে , 5কারণ স্বর্গম তোরনিক জন্যে ম্যেলা আশাক বিষয় হে । হে আশাক বিষয়ে তোরনি সুসমাচারম সত্যক কাথা আগু শুনলেয়ি , 6যে সুসমাচার তোরনিক ঠিনা আলো যেটা গটে দুনিয়াম বাড়ে আর প্রচার হেওয়ে, যেদিন সেতির তোরনি ঈশ্বরক দয়াক কাথা শুনিক ওকরাক সত্য বলিক জানেললি ।7হামনিক প্রিয় ঈশ্বরক দাস ইপাফ্রাক ঠিনা সেতির তোরনি হে শিক্ষা পাললি, তোরনিক জন্যে উুঁ খ্রীষ্টক একজন বিশ্বস্ত পরিচারক ভেললে । 8পবিত্র আত্মাক প্রতি তোরনিক ভালবাসাক কাথা ওকর মুহাম হামনি শুনলেয়ে । খ্রীষ্টক মহিমা আর পরিত্রানক কাম ।9কারণ যেদিন সেতির হে প্রেমক কাথা হামনি শুনলেয়ে, সেদিন সেতির হামনি প্রার্থনা আর বিনতী কেরেয়ে যেন তোরনি আত্মিক জ্ঞান আর বুদ্ধিমেনি ওকর ইচ্ছা ভালকেরিক বুঝেল পারি । 10হামনি প্রার্থনা কেরেয়ে যেন তোরনি সাব কিছুম প্রভুক যোগ্য ভেক চেলেল পারি , ভাল বেভার , ভাল কাম কেরিক বড় হো আর ঈশ্বরক জ্ঞেনম বাড়ি উঠ ।11হামনি প্রার্থনা কেরেয়ো ওকর মহিমা আর শেক্তিক দয়াম সাব বিষয়ে তোরনি শেক্তিশালি হো যেন তোরনি ধৈর্য্য আর পরামর্শক আনন্দক সেঙ্গে গ্রহন কেরেল পারি । 12হামনি প্রার্থনা কেরেয়ে যেঁ হামনিক আলোম পবিত্র ম্যেনষানিক উত্তরাধিকারক অংশীদার হেউয়েক যোগ্য কেরলে, আনন্দক সেঙ্গে যেন হো বাপাকেনি ধন্যবাদ দিয়েল পারিয়ে ।13উুঁ হামনিক আনহার সেতির উদ্ধার কেরলে আর নিজক প্রিয় বেটোয়াক রাজ্যম হামনিক আনলে । 14ওকর বেটোয়াক মাধ্যমে হামনি মুক্তি , পাপক ক্ষমা পালেয়ে । খ্রীষ্টক আধিপত্য ।15ওকর বেটোয়াই অদৃশ্য ঈশ্বরক প্রতিমূর্ত্তি । উুঁ সব সৃষ্টিক এক নম্বর জেত । 16কারণ সবকিছুই উুঁ সৃষ্টি কেরেললে, স্বর্গম আর দুনিয়াম, দৃশ্য আর অদৃশ্য যা কিছু হে । সিংহাসন বা শেক্তিশালী বা রাষ্ট্র বা অধিকার সব কিছুই উুঁ সৃষ্টি কেরেললে আর ওকর জন্যে । 17উুঁ সব কিছুক আগুম হে আর ওকর ভিতরাম সব কিছুকেনি একসেঙ্গে পোকরি রাখলে ।18উুঁ ওকর দেহিয়াক মানে মন্ডলিক মাথা । উুঁ প্রথম , উুঁ প্রথম মরলানিক ভিতর সেতির বেঁচি উঠেললে । সুতরাং উুঁ সব কিছুক ভিতর প্রথম । 19কারণ ঈশ্বর ঠিক কেরেললে যে ওকর সব পূর্ণতাই যেন খ্রীষ্টক ভিতর রেহে; 20আর উুঁ নিজে ওকর বেটোয়াক ভিতরদেক ম্যেলাকিছুক মিলন সাধন কেরলে । ঈশ্বর ওকর বেটোয়াক কুরুশক রক্ত দেক শান্তি আনেললে , দুনিয়াক বা স্বর্গক সব কিছুকেনি একসেঙ্গে কেরে ।21আর একসময় তোরনিও ঈশ্বর ঠিনাস দূরি হেলি আর তোরনিক খারাপ কামক ভিতরদেক তোরনিক মনম শত্রুতা প্রকাশ পালো । 22খ্রীষ্টক মরনক ভিতর দেক ওকর দেহিয়াক দেক ঈশ্বর নিজক সেঙ্গে তোরনিক মিলিত কেরলো যেন তোরনিক পবিত্র, নিখুঁত আর নির্দোষ কেরিক নিজক এগুয়াম হাজির কেরে । 23খ্রীষ্টক বিষয়ে সুখবর সেতির যে নিশ্চিত আশা তোরনি পালেয়ি ওহা সেতির সোরি ন্যে যেক তোরনিক বিশ্বাসম স্থির রেহেল লাগতো আর হো সুসমাচার আকাশক নিচাম সব সৃষ্টিক ভিতর প্রচার ক্যেরা ভেলে তোরনি হোটা শুনলেয়ি , হামে পৌল হে সুসমাচার প্রচার কেরেক দাস ভেলেয়ে । প্রভুমেনি স্থির রেহেল নির্দেশ ।24এখনি তোরনিক জন্যে হামোর যে কষ্ট হেওয়ে তেকর জন্যে আনন্দ কেরেয়ে আর খ্রীষ্টক সেঙ্গে কষ্টভোগ যেটা হামোর এখনিয়ো বাকি হে হোটা খ্রীষ্টক দেহিয়াক জন্যে , সেটা লেগে মন্ডলি । 25তোরনিক জন্যে ঈশ্বরক যে কাম হামরাক দেওয়া ভেলে , সে জন্যেই হামে মন্ডলিক দাস ভেলেয়ে , ঈশ্বরক বাক্য সম্পূর্ণভাবে প্রচার কেরেয়ে । 26হো নুকালো সত্যি যেটা আগু সেতির আর মরদবেটাম মরদবেটাম নুকালো হেলে , কিন্তু এখনি হোটা ওকর পবিত্র ম্যেনষানিক ঠিনা প্রকাশ ভেলে ; 27অযিহদীসেনিক ভিতর হো নুকালো তত্ত্বক গৌরব ধন কি সেটা পবিত্র ম্যেনষানিক জানাতে ঈশ্বরক ইচ্ছা ভেলে , তোরনিক ভিতর খ্রীষ্টক মহিমাক আস্থা তোরনি পালেয়ি ।28ওকরাকেনিই হামনি প্রচার কেরেয়ে । হামনি সব ম্যেনষানিক সতর্ক কেরেয়ে আর সব ম্যেনষানিক শিক্ষা দিয়েও যেন সব ম্যেনষানিক খ্রীষ্টক সব জ্ঞানম জ্ঞানবান কেরেল পারিয়ে । 29যে কামক ক্ষমতা দেক ঈশ্বর হামরাক উৎসাহ দেলে হো ভূমিকা পালন কেরেক জন্যে হামে কাম আর সংগ্রাম কেরবে ।
1হামে তোরনিক জানাল খজেও হামে তোরনিক জন্যে , লায়দিকেয়া শহরক ম্যেনষানিক জন্যে আর যেসনি হামনিক দেহিয়াম মুহু ন্যে দেখলে সেসনিক জন্যে হামে খুবে কাম কেরেয়ে , 2হোসনি যেন মনম উৎসাহ পেক ভালিবাসাম এক হেওয়ে আর জ্ঞানক নিশ্চয়তাম সব কিছুমেনি বড়লোক ভে উঠে ঈশ্বরক নুকালো সত্যকনি বা খ্রীষ্টকেনি জানেল পারে । 3জ্ঞান আর বুদ্ধি সব কিছুই ওকর ভিতরাম নুকালো হে ।4হামে তোরনিক এই কাথা কেহওয়ো , কেহ যেন প্ররোচিত বাক্য তোরনিক ভুল ডাহরাম ন্যে চেলায়ে । 5আর যুদি হামে নিজে দেহ রূপে তোরনিক সেঙ্গ নেহে , তবুও হামর আত্মাম তোরনিক সেঙ্গে হেয়ে আর তোরনিক ভালো আচরণ আর খ্রীষ্টক তোরনিক গভীর বিশ্বাস দেখিক হামে আনন্দ পাওয়ে।6খ্রীষ্ট যীশুক তোরনি যে ভাবে প্রভু হিসেবে গ্রহন কেররাইয়ে ঠিক ভাবে ওকর ডহর চেলা । 7ওকর মধ্যে গভিরভাবে বুনেললে ও গড়ে উঠাল্লে যে শিক্ষা পেক বিশ্বাসম প্রতিষ্ঠিত ভেললি আর ধন্যবাদ দেক প্রাচুর্য্যম ভরি উঠ । খ্রীষ্টক সেঙ্গে সংযোগক সুফল ।8দেখিয়ো কেয়ো যেন তোরনিক দর্শনবিদ্যা আর কেবল প্রতারনা কেরিক বন্দি ন্যে কেরে যেটা বংশ পরম্পরাম ভে আওয়ে দুনিয়াক পাপ ভরলো বিশ্বাস ব্যবস্থাক উপর আর খীষ্টক পরে ন্যে , 9কারণ ঈশ্বরক সব পূর্ণতা খ্রীষ্টক দেহ হিসাবে বাস কেরে ।10তোরনি হোটাম জীবনম পূর্ণতা পালাই, য্যেঁ সব শেক্তিক বড় । 11অকর মধ্যেই তোর সুন্নত ভেল্লো মানুষক হাতম ন্যে , সুন্নত ভেল্লো , খ্রীষ্টক পরিবর্তণ সুন্নতম, পাপম ভরলো দেহিয়াক উপরা সেতির মোশুয়া সরা দেক তোরনিক পাপ মুক্ত কেরলো । 12বাপ্তিষ্মম তোরনিক অকর সেঙ্গে কবরাম গেললি , ঈশ্বরক উপরাম বিশ্বাসক শেক্তিম তোরনিও অকর সেঙ্গে বেঁচি উঠলেয়ি , য্যেঁ অকরাক মরলাসেনিক ভিতর সেতির উঠাললে ।13যেখনি তোরনি তেরনিক পাপম আর তোরনিক দেহিয়াম অত্বকছেদম মরলো হেলি , তেখনি উুঁ অকর সেঙ্গে তোরনিক বাঁচাললো আর হামনিক সব পাপ ক্ষমা কেরেললে । 14হামনিক বিরুদ্ধে যে ঋণক হাতম লেখলো নির্দেশ হেলে আইনতম উুঁ হোটা পোছি দেললে । কাঁটি দেক কুরুশম ঝুলাকেনি উুঁ হেগলা সব সরা দেললে । 15উুঁ অধিকার আর শেক্তি সব সরা দেক খোলাখলি ভাবে প্রকাশ কেরেললে আর সাবুক আগু বিজয় যাত্রা কেরিক অকর কুরুশক মানে বুঝাললে ।16যাইহোক তোরনি কি খাবি বা কি পিবি বা উৎসবক দিনে বা প্রতিপদম বা বিশ্রামবারম কি কেরবি সে সব বিষয়ে কোয়ো যেন তোরনিক বিচার ন্যে কেরে । 17হে জিনসানি যেটা আওয়ে অকর ছাঁয়া , কিন্তু প্রকৃত পক্ষে খ্রীষ্টক দেহ ।18নম্রতাম আর দূতসেনিক পূজাম কোনো মানুষ যেন তোরনিক পুরষ্কার ন্যে চরােওয়ে । যেন একজন মানুষ যেটা দেখেলে সেরখম রেহে আর নিজক মোশুয়াক মনম চিন্তা কেরিক গর্বিত ন্যে হেওয়ে । 19হোসনি খ্রীষ্টক মাথা হিসাবে ন্যে পোকরে , য্যেকর ঠিনাস সব দেহিয়া , গ্রন্থি আর বন্ধন একসেঙ্গে যুক্ত ভেক ঈশ্বরক শেক্তিম বড় ভে উঠে । খ্রীষ্টক সেঙ্গে উঠলো ম্যেনষানিক উপযুক্ত আচার বেভার ।20যুদি তোরনি দুনিয়াক পাপ ভরলো বিশ্বাস ব্যবস্থাম খ্রীষ্টক সেঙ্গে মরলেয়ি, তেহেলে কেন দুনিয়াক বিশ্বাসক ঠিনা সমর্পিত ভেক জীবন যাপন কেরেয়ি : 21পকর ন্যে , স্বাদ গ্রহন ন্যে কেরিয়ো , ছুঁয়ো ন্যে’’? 22যে সব জিনসানি ব্যবহার কেরলে ক্ষয় হেওয়ে ম্যেনষানি সে বেপারে হে আদেশ আর শিক্ষা দিয়ে । 23হে নিয়মগুলা মানুষক তৈরি জাতিক ‘’জ্ঞান’’নম্রতা আর দেহিয়াক উপর অত্যাচার , কিন্তু মোশুয়াক আশ্রয়ক বিরুদ্ধে কনো মূল্য ন্যে হে ।
1ঈশ্বর তোরনিক খ্রীষ্টক সেঙ্গে উঠালো , যাঁহা খ্রীষ্ট ঈশ্বরক ডেহেনা দেনে বেঠি রেহেলে হো স্বর্গক জাঘোয়াক বিষয়ে চিন্তা কর । 2স্বর্গক বিষয়ে ভাব, দুনিয়াক বিষয়ে ন্যে ভাবিয়ো । 3তোরনি মোরি গেলেই আর ঈশ্বর তোরনিক জীবন খ্রীষ্টক সেঙ্গে নুকা রাখলো । 4তোরনিক জীবনম যেখনি খ্রীষ্ট প্রকাশ হেত , তেখনি তোরনিও অকর প্রতাপম প্রকাশ হেবি ।5তোরনি দুনিয়াক পাপপূর্ণ স্বভাব নষ্ট কেরি দি যেরকুম-বেশ্যাগমন, অশুচিতা,মোহ,খারাপ ইচ্ছা ,লোভ আর মূর্তিপূজা । 6হে সব গুলাক জন্যেই ছেঁচড় চেঙ্গরিয়ানিক উপর ঈশ্বরক রাগ সৃষ্টি হেওয়ে । 7এক সময় যেখনি তোরনি হেরকুম জীবন যাপন কেরে হেলি তেখনি তোরনিও হোভাবে চেলে হেলি । 8কিন্তু এখনি তোরনি অবশ্যই হো সব জিনিস ত্যাগ কেরবি ক্রোধ,রাগ, হিংসা, ঈশ্বরনিন্দা আর তোরনিক মুহা সেতির বাহারানা সব খারাপ কাথা ।9একজন অন্যজনাক মিথ্যা ন্যে বলিও , কারণ আগু যেগলা ব্যবহার কেরেহেলি হোটা চিরলো লুগাগ মতন ফেকি দি, 10আর তহে হো নতুন ম্যেনষাকেনি পিনলেয়ি , যেটা তরাক জ্ঞানক প্রতিমূর্তিমেনি নতুন কেরলো হো সৃষ্টিকর্তাক প্রতিমূর্তিম । 11আহা হে জ্ঞানক ভিতর গ্রীক আর ইহুদি , ছিন্নত্বক আর অছিন্নত্বক , বর্ব্বর, স্কুস্থিয়, দাস , স্বাধীন বলিক কিছু ন্যে হে , কিন্তু খ্রীষ্টই সব ।12ঈশ্বর যেকরাক বাছলে পবিত্র আর প্রিয় ম্যেনষানিক- করুণাম,চিত্ত,দয়া,নম্রতা,মৃদূতা,ধৈর্য্য হে গুনগুলা পালন কর । 13একজন আরেকজনাক সহ্য কর একজন আরেকজনাক মঙ্গলময় হ । যুদি কোকরো বিরুদ্ধে দোষ দিয়েক রেহে তেহেলে সাবু সাবিক ক্ষমা কর , প্রভু যেরকুম তোরনিক ক্ষমা কেরলো , তোরনিও সেভাবে কর । 14হে সব জিনসানিক ভালবাসা দেক সাজা , ভালবাসাই সব কিছুকেনি এক সেঙ্গে বানেল পারে ।15খ্রীষ্টক শান্তি তোরনিক মনক শাসন কেরোক । হেটা হেলে সে শান্তি যেটা তোরনিক একে দেহিয়াম হেলো । কৃতজ্ঞ হ । 16খ্রীষ্টক বাক্য বেশি কেরিক তোরনিক মনম বাস কেরোক । তোরনিক সব জ্ঞান দেক গীত আর স্ত্রোত্র আর আত্মিক গেন দেক একজন আরেকজনাক শিক্ষা আর চেতনা দি, কৃতজ্ঞতা জানাক তোর মন দেক ঈশ্বরক উদ্দেশ্যে ধন্যবাদক সেঙ্গে গেন কর । 17আর তোরনি কাথা বা কামে যা কিছু কেরেই সবি প্রভু যীশুক নামে কর আর অকর ভিতর দেক পিতা ঈশ্বরক ধন্যবাদ কর । খ্রীষ্টিয় পরিবারক জন্যে নিয়ম ।18বোহরিয়াসেনি, তোরনিক ভাতারক বর্শীভূতা হ, যেরকুম হেটা প্রভুম উপযুক্ত । 19ভাতরানি, তোরনিক বোহরিয়াক ভালবাস আর হোসনিক সেঙ্গে খারাপ বেভার ন্যে কেরিয়ো 20।চেঙ্গরিয়ানি, তোরনি সব বিষয়ে বাপ মায়োকেনি মান্য কর, হেটা প্রভুকেনি বেশি সন্তুষ্ট কেরে । 21বাপানি, তোরনি চেঙ্গরিয়ানিক রাগায়ো ন্যে , হোসনি যেন হতাস ন্রে হেওয়ে ।22দাসসেনি, যেসনি দেহিয়াক সম্পর্কে তোরনিক প্রভু তোরনি সেসনিক সব বিষয়ে মানিক চেল , ম্যেনষক সেবা কেরেক মতন চাক্ষুস সেবা ন্যে কেরিয়ো কিন্তু অকৃত্রিম মনম প্রভুক ডর কেরিক সেবা কর । 23যা কিছু কর , প্রাণ দেক কাম কর , প্রভুক কাম হিসাবে কর, ম্যেনষক হিসাবে ন্যে । 24তোরনি জানেয়ি তোরনি উত্তরাধিকার সুত্রে প্রভুক ঠিনা সেতির পুরষ্কার পাবি । তোরনি প্রভু খ্রীষ্টক দাসক কাম কর । 25যেঁ অন্যায় কেরে , েতেহে অন্যায়ক প্রতিফল পাতে আর আহা কনো পক্ষপাতিত্ব নে হে ।
1প্রভুসেনি , তোরনি দাসসেনিক উপর ঠিক আর ভাল বেবহার কর আর যেন তোরনিক একজন প্রভু স্বর্গম হো । পুনরায় নির্দেশাবলি ।2তোরনি প্রতিদিন সবসময় প্রার্থনা কর আর ধন্যবাদ সহকারে প্রার্থনাক মাধ্যমে সতর্ক রহ । 3হামনিক জন্যে একসেঙ্গে প্রার্থনা কর, যেন ঈশ্বর হামনিক জন্য কাথা বলেক দুয়ার খোল দিয়ে , খ্রীষ্টক নুকালো বিষয় জানেল পারি । কারণ এই কাথা জন্য হামে বাঁধা হেলে । 4আর প্রর্থনা কর যাতে হামে এটা পরিষ্কার ভাবে কেরেল পারায়ে আর যা হামর কেহা উচিত সেটা কেহেল পারিয়ে ।5বাহারক মেনষ্যানিক সেঙ্গে বুদ্ধি কেরিক চল আর বুদ্ধি কেরিক তোর সময় ব্যবহার কর । 6তোরনি সবসময় করুনাবিষ্ট ভেক কাথা বোল । ননক মতন স্বাদ যুক্ত হ আর সাবুক কীভাবে উত্তর দেবি হোটা জান । শেষ কাথা ।7হামর বিষয়ে সাব কিছু তুখিক তোরনিক জানােতো । ওহ একজন প্রিয় ভাই, একজন ঈশ্বরক বিশ্বাসক দাস আর প্রভু কামক একজন সেবা দাস । 8হামে বিশেষ কেরিক অকরাক তোরনি ঠিনা পাঠালিও, যেন তোরনি হামনিক জানেল পারি আর ওহু হামনিক মনাম উৎসাহ দেতে । 9তোর নিজক বিশ্বাসক আর প্রিয় ভাই ওনীষিমকো সেঙ্গে পাঠালিও । এহা যা ভেলে হোসনি তোরনিক সব খবর জানাতো ।10হামর সেঙ্গে বন্দী ভাই আরিষ্টার্খ আর বার্ণবাক কুটুম মার্ক শুভেচ্ছা জানাওযেকর বিষয়ে তোরনি আদেশ পালেয়ি, ‘’যুদি উুঁ তোরনিক ঠিনা আওয়ে, অকরাক গ্রহন কর , 11’’আর যীশু যেকরাক যুষ্ঠ নামে হাকাতো রেহেলে । ছিন্নত্বকসেনিক ভিতর কেবল হোসনি ঈশ্বরক রাজ্যক জন্যে হামোর সহকর্মী । হোসনি হামরাক সান্তনা দেলে ।12ইপাফ্রা তোরনিক শুভেচ্ছা জানায়ো । উুঁ তোরনিক ভিতর একজন আর একজন খ্রীষ্ট যীশুক দাস । উুঁ সবসময় প্রার্থনাম তোরনিক জন্যে সংগ্রাম কেরে যাতে তোরনি ঈশ্বরক ইচ্ছাম সম্পন্ন নিশ্চিত ভেক ঠোড়ুয়া রেহি । 13হামে অকর জন্রে সাক্ষী দেবে , উুঁ তোরনিক জন্যে , যেসনি লায়দিকেয়াম আর হিয়রাপলিম হে, হোসনিক জন্যেও কঠিন পরিশ্রম কেরে । 14প্রিয় ডাক্তার লুক আর দীমা তোরনিক শুভেচ্ছা জানায়ো ।15লায়দিকেয়াক ভাইগুলাক শুভেচ্ছা জানা আর নিম্ফাকেনি আর অকর ঘারাক মন্ডলীকেনি শুভেচ্ছা জানা । 16যেখনি হে চিঠিয়া তোরনিক ভিতর পড়া ভেললো , হেটা আরো লায়দিকেয়া মন্ডলীমেনিও পড়া ভেললে আর দেখ লায়দিকেয়া সেতির যে চিঠিয়া আতে সেটা তোরনিও পড়িও । 17আর্খিপ্পকেনি কহো , ”সেবা কাম কর যেটা তহে প্রভুমেনি গ্রহন কেরলেয়ি, যেন হেটা তহে শেষ কেরি ।’’18হামে পৌল হে শুভেচ্ছা হামে নিজক হাতম লেখলিয়ো । হামোর বন্দিদশা মনে কর । ঈশ্বরক দয়া তোরনিক সেঙ্গে রেহোক ।
1পৌল, হামনিক ঈশ্বরক আদেশ অনুযায়ী এবং উদ্ধারকর্তা খ্রীষ্ট যীশু যেকর উপরাম হামনিক আশা, তেকর আদেশম খ্রীষ্ট যীশুম পাঠালো লোগ, 2বিশ্বাস সম্বন্ধে হামর আসল বেটা তীমথিয়ক প্রতি চিঠি। পিতা ঈশ্বরও হামনিক প্রভু খ্রীষ্ট যীশু, অনুগ্রহ, দয়া ও শান্তি তোরনিক দান কেরেওয়ে। ভন্ড মাষ্টারুয়াসেনিক ঠিনা সাবধান।3মাকিদনিয়াতে যাক সময়ে যেরে কেরিক হামে তোরাক অনুরোধ কেরেললিয়ে যে, তোঁহ ইফিষম সেথির কিছু লোগক হেটা নির্দেশ দিই, যেন উসনি ভুল শিক্ষা ন্যাঁ দিয়ে, 4এবং গল্প ও বড় গোষ্টিক তালিকাম মনোযোগ ন্যাঁ দিয়ে, [ যেমন এখনি কেরেয়ে]; কারণ হে বিষয়গুলা বরং ঝাগরাক সিষ্টি কেরে, ঈশ্বরক যে ধনাধ্যক্ষক কাজক সম্বন্ধে বিশ্বাস, যা হে বিষয়টাক তৈরি ন্যাঁ কেরে।55 কিন্তু সে হুকুমক আসল কাথা ভেলে ভালবাসা, যেটা খাটি হৃদয়, সৎ বিবেক ও প্রকৃত বিশ্বাস সেথির বানানা; 6কিছু লোক হে আসল বিষয়ক সেথির সরি যাক নিজে সেনিক মনগড়া খারাপ কাথা বার্তাম ভ্রান্ত ভেগ খারাপ পথম গেলে। 7সেসনি ব্যবস্থা গুরু হয়েল মাঙ্গে, অথচ যেটা কেওয়ে ও যেকর বিষয়ে খাটি বিশ্বাসক সেঙ্গ জোর দেক বলে, সেটা ন্যা বুঝে। 8কিন্তু হামনি জানিয়ে, ব্যবস্থা ভাল, যদি কইও ব্যবস্থা মানিক তেকর ব্যবহার কেরে,9হামনি হেটাও জানেয়ে যে, ধার্মিকক জন্যে নে, কিন্তু যেসনি অধার্মিক আর অবাধ্য, ভক্তিহীন আর পাপী, বদমাহিস আর অপবিত্র, বাপা আর মায়াক হত্যাকারী, খুনি, 10খারাপ, জেনিপাগল, যেসনি দাস ব্যবসাক জন্যে মানুষ চরাওয়ে, মিথ্যাবাদী, যেসনি ঝুটো শপত কেরে, হোসনিক জন্যে আর যেগলা সত্যি শিক্ষাক বিরুদ্ধে, ওকর জন্যেই ব্যবস্থাক স্থাপন কেরা ভেলে । 11হে শিক্ষা পরম ধন্য ঈশ্বরক হো মহিমাক সুসমাচার অনুযায়ী, যে সুসমাচারক দায়িত্ব হামরাক দেওয়া ভেলে ।পৌলক প্রতি যীশুক ভালোবাসা ।12যেঁ হামরাক শেক্তি দেলে, হামনিক হো খ্রীষ্ট যীশুক ধন্যবাদ কেরেয়ে , কারণ উুঁ হামরাক বিশ্বস্ত মনে কেরিক ওকর সেবাম যুক্ত কেরলে, 13যুদিও হামে আগু ঈশ্বরক নিন্দা কেরে হেলিয়ে, মারামারী আর অপমান কেরে হেলিয়ে; কিন্তু দয়া পালেয়ে, কারণ হামে নে বুঝিকেনি অবিশ্বাসক বশে হো সাব কামানি কেরে হেলিয়ে; 14কিন্তু হামনিক প্রভুক দয়া, খীষ্ট যীশুমেনি বিশ্বাস আর প্রেমক সেঙ্গে,মেলে গুলা উপচিয়াক গিরলে ।15হে কাথোয়া বিশ্বস্ত আর সম্পূর্ণভাবে গ্রহনক যোগ্য যে, খ্রীষ্ট যীশু পাপীগুলাক উদ্ধার কেরেক জন্যে দুনিয়াম আলে; হোসনিক মধ্যে হামে সাব সেতির বড় পাপী; 16কিন্তু হামে হে জন্যে দয়া পালেয়ে , যীশু খ্রীষ্ট যেন হামোর মতন জঘন্য পাপীক জীবনম ওকর দয়াকেনি অসীম ধৈর্য্যকেনি প্রকাশ কেরে, হামে যেন হোসনিক আদর্শ হেওয়েল পারিয়ে, যেসনি অনন্ত জীবনক জন্যে ওকরাক বিশ্বাস কেরতে । 17যেঁ যুগপর্য্যায়ক রাজা, অক্ষয় অদৃশ্য একমাত্র ঈশ্বর, যুগপর্য্যায়ক যুগে যুগে ওকর সম্মান আর মহিমা হোক । আমেন ।18হামোর চেঙ্গের তীমথি,তোর বিষয়ে আগুক সব ভাববাণী অনুসারে, হামে তরাক হে আদেশ দিয়েয়ো , তহে জেন ওকর যুদ্ধ কেরেল পারি , 19যেন বিশ্বাস আর ভালো বিবেক রক্ষা কর, ভালো বিবেক ত্যগ কেরেক জন্য কোকরো কোকরো বিশ্বাসক নৌকা ভাঙ্গি গেলে । 20হোসনিক ভিতর হুমিনায় আর আলোকসান্দরও হে ; হামে হোসনিক শয়তানক হাতম দেদেলায়ে, যাতে হোসনি উচিত শিক্ষা পাওয়ে আর ঈশ্বরক নিন্দা কেরেক সাহস ন্যে পাওয়ে ।
1হামর হে অনুরোদ আগুয়া লাগে, যেন সাব লোগানিক জন্য, বিনতী, প্রার্থনা, অনুরোধ এবং ধন্যবাদ কেরা হওয়ে; 2[বিশেষ কেরি] রাজুয়াসেনিক ও যেসনি বড় পদম হওয়ে সেসনি সাবুক জন্য; যেন্ হামনি সাব ভক্তিম ও স্থির ভাবে নিশ্চিতে ও শান্তিম জীবন যাপন কেরেল পারিয়ে। 3হেটা হামনিক উদ্ধারকর্তা ঈশ্বর ঠিনা ভাল ও গ্রহনযোগ্য বিষয়; 4ওঁকর ইচ্ছা হেটা, যেন্ সাব মানুষ পরিত্রাণ পায়, ও সত্যকে জানেল পারিয়ে।5কারণ একটাই ঈশ্বর হে ; ঈশ্বরক ও মানুষক ভিতর একটা মধ্যস্থও হে, উহু খ্রীষ্ট যীশুক, 6উহু সাবুক মুক্তিক মূল্য হিসাবে নিজক উৎসর্গ কেরলেকে ; হে সাক্ষ্যটা সঠিক সময়ে দেওয়া ভেলে , 7হামে সে জন্যেই প্রচারক আর প্রেরিত ভেগ নিযুক্ত ভেলাইয়ে; সত্যি কেহওয়ো , ঝুটো কাথা ন্যে কেহেয়ো ; বিশ্বাসম আর সত্যম হামে অযিহুদীসেনিক মাস্টার ।8তা হামর ইচ্ছা হেটা সব জাঘাম মরদবেটাক রাগ আর তর্ক বিতর্ক বাদ দেক পবিত্র হাতানি উঠাক প্রর্থনা কেরক । 9একে রখম কেরিক জেনবেটিনাইক নিজক ভালো আর মানসম্মানজনক পিরানম নিজেসেনিক সাজাক উঠাওক ;যেন শৌখিন বেণী কেরি খেঁকর নে বানিক আর সোনা, মুক্তা আর খুব দামী পিরান দেক নিজক নে সাজাওয়ে, 10কিন্তু ঈশ্বর ভক্তি জেনিয়ানিক প্রকৃত গহনা তাই হোসনি ভালো কামম নিজসেনিক প্রকাশ কেরোক ।11জেনিবেটিয়া সেনি নত ভেগ নিরবে শিক্ষা লিউক। 12হামে উপদেশ দেয়া বা পুরুষ মানসক উপরাম অধিকার কেরেক অনুমতি বরিহা্ক ন্যাঁ দেলেই, কিন্তু নিরবে রিহেল কেহে।13কারণ আগু আদমক এবং পরে হবাক বানানো ভেললে। 14আর আদমক ন্যাঁ ঠকাল পারলে, কিন্তু ওকর বরিহা্ ঠকিক পাপ কেরললে। 15তবু যদি, নিজক নিয়ন্ত্রন কেরিক বিশ্বাসম, ভালবাসাম ও পবিত্রতাম সেসনি ঠুড়ায়ে রিয়ে, তবে বরিহা্ চেঙরিক জন্ম দেক মাপ পাওয়েল পারে।
1হে কাথওয়া বিশ্বস্ত, যদি কইও পালক হয়েল খোজিঁ, তাহলে সে একটা ভাল কামক আশা কেরে। 2তাই হেটা অব্যশয় যে, পালকক কইও যেন দোষ দিয়েল ন্যাঁ পারে, সে এক বরিহাক বর ভেতে, সচেতন, সংজম, সংযত, কুটুমক খাতির দারি কেরতে ভালবাসে এবং শিক্ষাদানে ভাল ভেতে; 3সে মাতাল, মারামারি, ঝাগরা কেরেল এবং টাকাক ভালবাসে যেন ন্যাঁ হয়ে, বরং শান্ত, ভদ্র, নম্র হওয়ে।4যেঁহেঁ নিজক ঘরক শাসন ভালকেরি কেরে এবং তেকঁর চেঙরিয়ানি সাব সময় তেকঁর বাধ্য হওয়ে; 5কিন্তু যদি কেহ নিজক ঘরক শাসন কেরেল ন্যাঁ জানে, তবে সে কিরে কেরিক ঈশ্বরক মণ্ডলীক দেখভাল কেরতে?6ওহু যেন নতুন শিষ্য নে হো , কারণ তিনি হয়ত অহষ্কাকী হেয়ে উঠবেন আর দিয়াবলক মত ওকর বিচার হেতে । 7আর বাহরক লোকক কাছেও তকর যেন সুনাম বজায় রেহে , যেন ওহু লজ্জাক কারণে ও দিয়াবলক জালে জড়াক ন্যে যেয়ে ।8সেই রকম পরিচালকসেনিক এমন হওয়েক দরকার , যেন ওকর সম্মান পাওয়েক যোগ্য হেওয়ে , যেন এক কাথাক মানুষ হওয়ে, মাতাল ও লোভী ন্যে হেওয়ে । 9কিন্তু শুচি বিবেক সেঙ্গে বিশ্বাসম গুপ্ত বিষয়গুলা পকরিক রাখ । 10আর প্রথম ওসনিক পরীক্ষা কেরা হোক পরিচালক কাজ কেরেল পারবে ।11একিভাবে জেনিবেটি ও সন্মানক যোগ্য হেওয়ে , পরনিন্দা ন্যে কেরে, সংযত এবং সব বিষয়ে বিশ্বস্ত হোক । 12পরিচাররেরাও একটি স্ত্রী স্বামী হোক আর নিজক বেটা বেটিক ও নিজক ঘারক ভালোভাবে শাসন কেরক । 13কারণ যারা ভালোভাবে পরিচারকের কাম কেরে , ওসনি ওকর সম্মান পাতে আর খ্রীষ্ট যীশুম ওসনিক বিশ্বাসম আরো সাহস কেরে । খ্রীষ্টক মন্ডলী জীবন ঈশ্বরক বাসস্থান।14হামে খুব জেলদি তোর ঠিনা যাবো,ইরকম আশা কেরিক তোরাক ইসব লেখলিয়, 15কিন্তু যদি হামর দেরি হেয়ে, তাহলে যেন তহ জানেল পারি যে ,ঈশ্বরক ঘরাম মধ্যে কেমন আচারণ ব্যবহার কেরেল হেওয়ে; সেই ঘর লেগে জীবন্ত ঈশ্বরক মন্ডলী , সত্যেক স্তম্ভ ও মজবুত ভিত্তি ।16আর ভক্তিক গোপন কাথা খুবে গুরুত্বপূর্ন । সে সম্পকে সাবি একমত , যেহে নিজক দেহাম প্রকাশ ভেলে, উহ যে সৎ আত্নাক মাধ্যমে প্রমান ভেলে, দূত গুলাক উহ দেখা দেলে,মেলে জাতি টিনা ওকর বিষয়ে প্রচার কেরা ভেলে,পৃথিবীক মেলেজনা ওকরাক বিশ্বাস কেরলে, সন্মানক সেঙ্গে উহ স্বর্গে গেলে ।
1কিন্ত পবিত্র আত্না পরিস্কার কেরিক কেহে,কিছুদিন পরে কিছু মানুষ ছলনাময়ী আত্নাম আর ভূতসেনিক শিক্ষাম মন দেক ঈশ্বরক প্রতি বিশ্বাস হারাতে । 2হেটা এমন মিথ্যাসেনিক ভন্ডামিম ঘটতে,যেসনিক নিজক বিবেক,গর লোহার দাগের মত দাগযুক্ত হয়েছে ।3ওসনি বিয়ে কেরেল আর কোনো কোনো খাবার খেতে মানা কেরে, যা যা ঈশ্বর এই উদ্দেশ্য তৈরি কেরলে, কিন্তু যেসনি বিশ্বাসী ও সত্য জানে, তোরনি যেনো উকরাক ধন্যবাদ দেক খাবার খায়ো । 4বাস্তবে ঈশ্বরের তৈরি সাবি ভালো;ধন্যবাদ দেক খালে, কিছুই বাদ নে যাতে, 5কারণ ঈশ্বরক বাক্য আর প্রার্থনা এবং প্রার্থনাক ভিতর দেক উটা পবিত্র ভেতে ।6এই সব কাথা ভাইসেনিক মনে কেরিক দেলে তহ খ্রীষ্ট যীশুক ভালো দাস হেবি; যে বিশ্বাসম ও ভালো শিক্ষা অনুসারে কেরিক আওয়াহি, তকর বাক্য পরির্পূণ রেথে, 7কিন্তু ভক্তিহীন গল্প গ্রহণ ন্যে কেরলে , তা বয়ষ্ক জেনিবেটি বানানা গল্পক মতো । 8আর ঈশ্বরক ভক্তি নিজেক দক্ষ কর ; কারণ দেহেক ব্যয়াম শুধু অল্প বিষয়ে উপকারী হেওয়ে ; কিন্তু ভক্তি সব বিষয়ে উপকারী, তা এখনিও আগামী জীবনক প্রতিজ্ঞাযুক্ত ।9এই কাথা বিশ্বস্ত আর সম্পর্ণ গ্রহণ যোগ্য; 10কারণ এই জন্য হামনি কঠিন পরিশ্রম ও প্রাণপন চেষ্টা কেরায়ে; কারণ উহু সব মানুষ, বিশেষ ভাবে বিশ্বাসীসেনিক ত্রাণকর্তা , হামনি সেই জীবন্ত ঈশ্বরক উপর আশা কেরিক আওয়ে ।11তহ এই সব বিষয়ে নির্দেশ কর ও শিক্ষা দি । 12তোর যৌবন ককোরক তুচ্ছ কেরেল ন্যে দিওয়ো , কিন্তু বাক্য আচরণে, প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায় বিশ্বাসে আর্দশ হ । 13হামে যেতনা দিন ন্যে আওয়ে , তহ পবিত্র শাস্ত্র গিরেল আর উপদেশ ও শিক্ষা দিয়েল মনোযোগী রহ ।14তোর রিদয় সেই অনুগ্রহ দান অবহেলা কের ন্য , যা ভাববাণীয়ক মাধ্যমে প্রাচীনসেনিক হাত রাখিক তোরনিক দেওয়া ভেলে । এসব বিষয়ে চিন্তা কর, 15এসব মধ্যে নিজক স্থির রাখ , যেন তোর উন্নিতি সাবু দেখেল পাওয়ে । 16নিজক বিষয়ে ও তোর শিক্ষা বিষয়ে সাবধান হ , এ সবুম স্থির রহ ; কারণ সেটা কেরলে তহ কেরলে তহ নিজক ও তোর কাথা শেুনিক , ওসনিকও উদ্ধার কেরতে ।
1তহে কনো বয়ষ্ক ম্যেনষক তিরষ্কার ন্যে কেরিয়ো , কিন্তু ওকরাক বাপক মতন, যুবকসেনিক ভাইয়ক মতন, 2বয়ষ্ক জেনিয়ানিক মায়ক মতন, যুবতীসেনিক বেহেনিক মতন মনে কেরিক ভালো স্বভাব বজায় রাখিক উৎসাহিত কর । মন্ডলীক বিধবাসেনিক বিষয় ।3যেসনি সত্যি কারের বিধবা,সেসনি বিধবাক সন্মান কর । 4কিন্তু যদি কোনো বিধবাক বেটা , বেটি,নাতি,পুতিরা রেহে,তাহেলে উসনি আগু নিজক ঘরক লোগক ভক্তি দেখাতে আর বাপা মায়াক সেবা কেরেল শিখোক কারণ সেটাই ঈশ্বরক সামনে গ্রহণযোগ্য ।5যে বরিহা সত্যিকারক রাড়ী ও টুউর, সে ঈশ্বরক উপরাম আশা কেরিক র্যাত দিন বিনতি ও প্রার্থনা থাকে। 6কিন্তু যে ভোগবিলাস ভালবাসে, সে জীবন্ত অবস্থাম মরা।7হে সাব বিষয়ে নির্দেশ কর, হোসনি যেন নিন্দিত ন্যে হেওয়ে । 8কিন্তু য্যে কোয়ো নিজক সম্পর্কক ম্যেনষানিক বিশেষকেরিক নিজক পরিবারক জন্যে চিন্তা ন্যে কেরে ,তেহেলে উুঁ বিশ্বাস অস্বীকার কেরলে আর অবিশ্বাসী সেতিরও খারাপ ভেলে ।9বিধবাসেনিক নামক তালিকা নথিভুক্ত কেরেক আগু যকর বয়স ষাট বছররক নীচে ন্যে ও যকর একমাত্র ভাতার হেললে । 10আর যেকর পক্ষে মেলে কাজেক প্রমান পাওয়া যাহে; তার মানে যদি উহ চেঙ্গের বুতরুক পুষি রেহে, যদি আত্নীয় স্বজননক সেবা কারে,যদি ভালো লোগানিক পা ধক দিয়েএ, যেসনি কষ্টে গিরলে এরকম লোগাসেনিক উপকার কেররেহি, যদি ভালো কাজ কেরতে রেহি ।11কিন্তু ছঁড়ি বিধবা সেনিক নাম নেঁ লিঁও, কারণ সেসনি কামনাম চঞ্চল ভেগ উঠে ও খ্রীষ্টক প্রতি ভক্তি কমি আতে তেখনি উঁসনি বিয়া কেরেল খোজে; 12সেসনি আগুয়াক বিশ্বাসটা অস্বীকার কেরাতে উঁসনি দোষী ভেলে। 13এছাড়াও উঁসনি ঘারা ঘারা ঘুরিক অলস ভে গেলে; খালি অলস নেঁ, বরং বেশী কাথা কেওয়ে আর অনধিকার হাত দিয়ে ও অনুচিত কাথা কেওয়ে।14অতএব হামর ইচ্ছা হেটা, ছড়িঁ (বিধবা) সেনি বিয়া কেরক, চেঙের কেরক, শত্রুসেকি অভিযোগ কেরোক কোনো সুযোগ ন্যে হোক । 15কারণ ইতিমধ্যে কেহো কেহো শয়তানক পেছয়াম বিপথগামিনী ভেলে । 16যুদি কোনো বিশ্বাসীনী জেনেবেটী বিধবা রেহে , যেন উহু ওসনিক উপকার কেরে ; মন্ডলী ভার গ্রস্ত ন্যে হোক, যেন প্রকৃত বিধবাসেনিক উপকার কেরেলে পারে । নানা বিষয়ে উপদেশ ।17যে প্রচীনসেনি ভালোভাবে শাসন কেরে , বিশেষকেরিক বাক্য ও শিক্ষাদানম পরিশ্রম কেরে , ওসনি দ্বিতীয় সম্মান ও পরিশ্র যোগ্য বলিক গণ্য হ । 18কারণ শাস্ত্র বলে, ”শস্যদানা মােড়েক জন্য সময় বলদের মুহাম জালানি বেঁধ ন্যে “ আর “ যে কাম কেরে সে তকর সে আর বেতন পাওয়াক যোগ্য । “19দুই তিনজন সাক্ষী ছাড়া কনো প্রাচীনক বিরুদ্ধে অভিযোগ গ্রহন নে কেরিয়ো । 20যেসনি পাপ কেরে, সেসনিক সাবুক এগুয়াম নিন্দা কর; যেন অন্য সাবুও ডারাওয়ে ।21হামে ঈশ্বরক, খ্রীষ্ট যীশুক আর বাছলো দূতগুলাক এগুয়াম তরাক হে আদেশ দিয়েয়ো কোকরো পক্ষ ন্যে লেক তহে হে সব নিয়ম পালন কর । 22তাড়াহুড়া কেরিক কোকরো উপর হাত ন্যে রাখিয়ো আর অন্যক পাপক ভাগী ন্যে হেয়ো ; নিজসেনিক ভালো কেরিক রক্ষা কর ।23এখনি সেথির শুধু জল পান ন্যে কেরে, কিন্তু তোর হজমক জন্য ও তোর পেটক অসুখ আর বার বার অসুখ ভেলে অল্প আঙ্গুল রস ব্যবহার কেরে । 24কোনো কোনো লোকক পাপ স্পষ্ট জানা যাওয়ে , ওসনি বিচারক পথে এগুয়াক আওয়ে; আবার কোনো কোনো লোক পাপ ওসনিক পেছয়াক । 25ভালো কাম তেমনি স্পষ্ট জানা যাওয়ে ; আর যা অন্য বিষয়ে , সেগুলা গোপন রাখেল ন্যে যাওয়ে ।
1যে সবলোক যোঁয়ালীক অধীনম দাস ওসনিক কঠিন পরিশ্রম কেরেল হেয়ে, ওসনি নিজক নিজক মালিকসেনিক সম্পূর্ণ সম্মান পাওয়োক বলিক মনে কেরক, যেন ঈশ্বরক নামে নিন্দা আর শিক্ষাম নিন্দা ন্যে হেয়ে । 2আর ওসনিক বিশ্বাসী মালিক হে ওসনিক তুচ্ছ ন্যে কেরক, কারণ ওসনি ওসনিকেনিক ভাই; বরং আরও যত্নেম দাসম কাম কেরক , কারণ যেসনি সেই ভালো ব্যবহার উপকার পাওয়ে , সেসনি বিশ্বাসী ও প্রিয়পাত্র টাকাক প্রতি ভালোবাসা ।3এই সব শিক্ষা দে আর উপদেশ দি। যুদি কেহ অন্য বিষয়ে শিক্ষা দেয় আর সত্য উদেশ , অর্থাৎ হামনিক যীশু খ্রীষ্টক বাক্য ও ভক্তিক শিক্ষা স্বীকার ন্যে কেরে , 4তাহলে সে অহংষ্কারম অন্ধ , কিছু ন্যে জানে, কিন্তু ঝাগড়া ও তর্কতর্কিক বিষয়ে রোগাকন্ত ভেলে; এইসবম ঢল হিংসা , দ্বন্দ্ব, ঈশ্বরনিন্দা, 5কুসন্দেহ আর নষ্ট বিবেক ও সত্যে সেথির সরি গেলে এ ধরনক লোকসেনি ভক্তি লাভম উপায় বলিক মনে কেরে ।6কিন্তু আলে, ভক্তিভাবে মন লেক চেললে মহালাভ হওয়ে 7কারণ হামনি হে দুনিয়াম কিছু নেঁ আনলেইয়ে, কিছুই সেঙে কেরিক নেঁ রেগেল পারবে; 8বদলিক হামনি খাঁক ও আংকা লুগাম সন্তষ্টু রেহেবে।9কিন্তু যেসনি ধনী হেওয়েল খোঁজে , হোসনি পরীক্ষাম আর ফাঁদম আর মেলা রখমক বকামি আর অনিষ্টকর ইচ্ছাম গির যাওয়ে , হো সব ম্যেনষানিক ধ্বংস আর বিনাসম মগ্ন কেরে । 10কারণ টাকা পেসাক প্রেমী লেগে সব খারাপক একটা মূল;হোটাম আসক্তি হেওয়াই কিছু মানুষ বিশ্বাস সেতির সোরি গেলে আর মেলা যন্ত্রনাক কাঁটাম নিজে নিজসেনিক বিদ্ধ কেরলে । তীমথিকেনি পৌল দায়িত্ব দেলকে ।11কিন্তু তহে, হে ঈশ্বরক মানুষ, এ সবগুলা সেতির ভাগী যাে আর ধার্মিকতাম, ভক্তি, বিশ্বাসম,প্রেম,ধৈর্য্য, নরম স্বভাব, হে সাবগুলাক অনুসরন কর । 12বিশ্বাসক জন্যে যুদ্ধমেনি প্রাণপন চেষ্টা কর; অনন্ত জীবন পোকরি রাখ; ওটাক জন্যেই তরাক হাকালো আর মেলাগুলা সাক্ষিক এগুয়াম হো ভালো প্রতিজ্ঞা স্বীকার কেরলেই ।13সাবুক জীবন রক্ষাক ঈশ্বরক এগুয়াম আর য্যেঁ পন্তীয় পীলাতক ঠিনা হো ভালো প্রতিজ্ঞাক সাক্ষি দেললে, হো খ্রীষ্ট যীশুক এগুয়াম, হামে তরাক হে নির্দেশ দিয়েয়ো, 14তহে প্রভুক আদেশ পবিত্র আর নিখুঁত রাখ ; প্রভু যীশু খ্রীষ্টক দ্বিতীয় আগমন ন্যে হেওয়া পর্যন্ত ।15যেটা পরমধন্য আর একমাত্র পরাক্রমশালী রাজা য্যেঁ রাজত্ব কেরে আর প্রভু য্যেঁ শাসন কেরে , ঠিক সময়ে প্রকাশ কেরতে; 16য্যেঁ অমরতাক একমাত্র অধিকারী, এমন আলোক নিবাসী, য্যেকরাক মানুষক ভিতর কোয়ো, কেখনিও দেখেল ন্যে পালে, দেখেল ন্যেও পাতে; ওকর সম্মান আর অনন্তকালস্থায়ী পরাক্রম হোক । আমেন ।17যেসনি এই যুগক ধনবান ওসনিক হে নির্দেশ দি , যেন হোসনি অহষ্কারী ন্যে হেওয়ে আর অন্থায়ী সম্পত্তীক উপরাম নির্ভর ন্যে কেরে , কিন্ত য্য সম্পত্তীক মতন সব হামনিক প্রয়োজনক জন্যে জগাড় কের দিয়ে , হো ঈশ্বরক উপর আশা কর; 18যেন পরক উপকার কেরিক , ভালো কামক ধনে ধনবান হেওয়ে, দানশীল হেওয়ে, সমান ভাগ কেরেক জন্যে প্রস্তুত হেওয়ে; 19হেরকুম কেরিক হোসনি নিজসেনিক জন্যে ভবিষ্যৎক জন্যে ভালো ভিত্তিক মতন একটা নিয়ম প্রস্তুত কেরোক, যেন, যেটা সত্যিকারক জীবন লেগে,হোটা পোকরি রাখেল পারে ।20হে তীমথিয়, যেটা রক্ষা কেরেক জন্যে তরাক দেওয়া ভেলো, হোটা সাবধানম রাখ; যেটা তথাকথিত বিদ্যা নামম আখ্যাত, ওকর ভক্তিহীন অসার কাথাবার্তা আর তর্ক সেতির দূরি রহো; 21হো বিদ্যাটা গ্রহন কেরিক কোয়ো কোয়ো বিশ্বাস সেতির দূরি সোরি গেলে দয়া তোরনিক সেঙ্গে রেহোক ।
1এ চিঠিয়া লেখয়ে পুরাতন-বাছলো জেনেবেটি আর ওকর চেংরিয়াঠিন ; যেসনিক হামে সত্যে ভালবাসয়ে ( খালি হামে না , তেকর সেতির যেতনা লোক সত্য জানে সাবি ভালবাসে), 2ঐ সত্যেক জন্যে, যেগুলা হামনিক মধ্যে বাস কেরে আর চিরদিন হামনিক সেঙ্গে রেহেতে । 3করুনা ,দয়া, শান্তি, বাপ ঈশ্বর সেতির আর উ বাপ বেটা যিশু খ্রীষ্ট সেতির ,সত্যে ও ভালবাসাম হামনিক সেঙ্গে রেহেতে ।4হামে মেলা আনন্দে হেয়ে,তেকর কারন দেখেল পাওয়ে যেরকম হামনি বাপা ঠিনা হুকুম পালয়ে ,তোর বেটা গুলাক মধ্যে কেহু কেহু সত্যে চেলে । 5আর এখনি কোগে ভালো জেনি , হামে তোরাক নতুন কোনো হুকুম মতন ন্যে , কিন্তু শুরু সেথির হামনি যে আদেশ পালেয়ে, সেরকুম কেরিক তরাক অনুরোধ কেরেয়ে, যেনে হামনিক এক জনা আরেক জনাক ভালোবাসিয়ে । 6আর ভালোবাসা ইটে,যেনে হামনি অকর হুকুম মত চেলি ; হুকুম ইটে যেরকুম তরনি গড়োয়া সেতির শুনলেহি, তোরনি যেনে হো প্রেমাম চেলি ।7কারন দুনিয়াম মেলে ঠক মানুষ বাহারালে ; যেসনি যীশু খ্রীষ্ট যে মানুষ রুপম আল্লে সেটা স্বীকার নে কেরে ; ইসনি হেকে ঠক আর খ্রীষ্টক শত্রু। 8নিজক সম্পর্কে সর্তক হো; হামনি যেটা বানালায়ে,সেটা তোরনি যেনে ন্যে হারায়ো, কিন্তু যেনে গোটে পুরষ্কার পাহি।9যে কইও এগুয়াক চেলে আর খ্রীষ্টক শিক্ষাম ন্যে রেহে, উহু ঈশ্বরক ন্যে পালে। উহ শিক্ষাম যে রেহে, তেহে বাপা আর বেটা দু্য়ো ঝনাক পালে। 10আর যদি উহ শিক্ষা লেক তোরনি ঠিন আয়ে,তেহেলে অকরাক ঘারাম শুভেচ্ছা নে জানায়ো আর ওকরাক নমস্কার নে জানায়ো । 11কারন যে ওকরাক নমস্কার জানাতে, উহ ওকর সব মন্দ কাজম জড়াতে ।12তোনিক লেখার মেলে কাথা হেলে , কাগজ আর কালি ব্যাবহার কেরেক হামর ইচ্ছা নে ভেলে । কিন্তু আশা কেরেয়ে যে, হাম তোনিক কাছে যাক সামনা সামনা ভেক কাথা বলবে, যেনে হামনিক আনন্দ পুরা ভে যা । 13তোনিক বাছাই কেরলো বেহিন বেটারা তোনিক নমস্কার জানাও ।
1হে পুরাতন- ভালোবন্ধু গায়ক ঠিনা হে চিঠিয়া লেখায়ে, য্যেকরাক হামে সত্যম ভালোবাসায়ে । 2ভালোবন্ধু , প্রর্থনা কেরেয়ো, যেরকুম তোর আত্মা উন্নতিকদেনে এগুয়া যাওয়ো , সাব বিষয়ে তোহ সেরকুম উন্নতি লাভ কর আর ভালো রহ । 3কারণ হামে খুব আনন্দিত ভেলায়ো যে , ভাইওয়ানি আসিক তোর সত্যক সাক্ষী দেলকো, যে তহে সত্যম চেলায়ি । 4হামর চেঙ্গরিয়ানী সত্যম চেলে , হেটা শুনলে যে আনন্দ হেওয়ে, তেকর সেতির বেশি আনন্দ হামর ন্যে হে ।5ভালোবন্ধু , হো ভাইওয়া সেনিক , এমনকি, হো বিদেশীগুলাক জন্যে যা যা কেরতো রেহি, হোটা একটা নিজকলোকক উপযুক্ত কাম । 6হোসনি মন্ডলীক এগুয়াম তোর ভালোবাসাক বিষয়ে সাক্ষী দেলো; তহ যুদি ঈশ্বরক যোগ্যভাবে হোসনিক সযত্নম পাঠা দিহি, তেলে ভালোই কেরবি । 7কারণ হো নামাক অনুরধম হোসনি বাহারালে , অযিহুদীসেনি ঠিনা কিছু ন্যে লিয়ে । 8তকরপর হোসনি হো রকম ম্যেনসানিক সাদরে গ্রহন কেরেল বাধ্য,য্যেন সত্যক সহকারী হেওয়েল পারিয়ে।9হামে মন্ডলীকেনি কিছু লেখেললিয়ে,কিন্তু হোসনিক প্রাধান্যপ্রিয় দিয়ত্রিফি হামনিক ন্যে মানে । 10সে জন্যে, যুদি হামে আয়ে, তেলে উুঁ যেসব কামানি কেরে হামে হোগলা মনে লাখবে, কারণ হো খারাপ কাথোয়ানিক ভিতরদেক হামনিক সম্মান নষ্ট কেরে ; আর হোটাম উুঁ সন্তুষ্ট ন্যে , উুঁ নিজেও ভাইওয়াসেনিক গ্রহন ন্যে কেরে , আর যেসনিক গ্রহন কেরেল ইচ্ছা কেরে , হোসনিকো উুঁ মানা কেরে আর মন্ডলি সেতির বাহার কের দিয়ে ।11ভালবন্ধু, যেটা খারাপ সেটাক অনুকারী ন্যে হেইয়ো, কিন্তু যেটা ভালো , সেটাক অনুকারী হো । যেঁ ভালো কাম কেরে, উুঁ ঈশ্বর সেতির ; যেঁ খারাপ কাম কেরে , ঈশ্বরক ন্যে দেখলে। 12দীমীত্রিয়ক পক্ষে সাবু ,এমনকি, সত্যি সাক্ষী দেলে ; আর হামনিও সাক্ষী দিয়েএ ; আর তহে জানেয়ি, হামনিক সাক্ষী সত্যি ।13তরাক লেখেক ম্যেলা কাথা হেলে, কিন্তু কারি আর কলমক মাধ্যমে লেখেক ইচ্ছা ন্যে হেওয়ে । 14আশা কেরেয়ো, জেলদি তরাক দেখবো , তেখনি হামনি সামনা সামনি ভেক কাথাবার্তা কেহেবে । 15তোর প্রতি শান্তি হোক । বন্ধুগুলা তরাক মঙ্গলবাদ কেরো । তহে সাবুক নাম কেরিক বন্ধুসেনিক নমষ্কার কর ।
1যিহূদা, যীশু খ্রীষ্টক প্রিয় দাস আর যাকোবক ভাই ,যেসনিক বাপা ঈশ্বর ভালোবাসে আর যীশু খীষ্টক খেতির রাখলে ,সেসনিক জন্যে হে চিঠিয়া লেখয়ে । 2দয়া, শান্তি, ও ভালবাসা মেলেগুলা তোনিক উপর আউক । অবিশ্বাসীসেনিক পাপ আর নিয়তি ।3প্রিয়, বন্ধুসেনি, হামনিক সাধারন পরিত্রানক বিষয়ে তোনিক কিছু লিখেল হাম আগ্রহী হেললিয়ে, পবিত্র লোকসেনিক ঠিনা একেবারে গভীরভাবে সমর্পিত বিশ্বাসক জন্যে জানদেক চেষ্টা কর, সেই উৎসাহ তোনিক দেক জন্যে হার লেখেক প্রয়োজন । 4যেহেতু ইরকম কেতেকজনা লুকা লুকা ঢুকি পড়লে, যেসনি এই শাস্তিক যোগ্য সেসনিক বিষয়ে পবিত্র শাস্ত্রে আগু সেতির লেখলো হে, হোসনিক ঈশ্বরক প্রতি ভক্তি ন্যে হে , হামনিক ঈশ্বরক অনুগ্রহ ন্যে মানিক আর হামনিক একমাএ বিচারমালিক ও প্রভু খ্রীষ্টক অস্বীকার কেরে । ভন্ড শিক্ষকসেনিক ঠিনা সাবধান ।5কিন্তু যদি তোরনি সাবি একবারে জানি লেলাই, সেটা হামর ইচ্ছা হেটা , যেনো তোরনিক স্মরণ কেরি দেওয়ো যে , প্রভু মিশর দেশ সেথির গোলাম গুলাক উদ্ধার কেরিক যেসনি বিশ্বাস ন্যে কেরলে পরে উসনিক ধ্বংস কেরলে । 6আর যে দূত সেনি নিজক অধিকার রক্ষা নে কেরিক নিজক রেহেক স্থান ছাড় দেলে, সেসনিক উঁ মহাদিনক বিচারক জন্যে মেলে অন্ধকারক ভিতর চিরকালক শিকলম বান্ধি রাখলে ।7সে ভাবে সদোম ও ঘমোরা আর তকর আশেপাশে শহর সাব হোসনিক মতো অত্যন্ত ব্যভিচারগ্রস্ত আর বিজাতীও মাংসিক চেষ্টায় বিপথগামী, হোসনি অনন্ত আগুনম পুড়াক মতো শাস্তি পাতে, হোসনিক নমুনা হে । 8তকর সত্ত্বেও এরাও সেইভাবে স্বপ্ন দেখতে দেখতে নিজক দেহক অপবিত্র কেরে , আদেশ অমান্য কেরে , হোসনি পাত্র সেই স্বর্গদূতক নিন্দা কেরে ।9কিন্তু প্রধাান স্বর্গদূত মীখায়েল যেখনি মোশিখ মৃতদেহক বিষয়ে দিয়াবলক সাথে তর্ক বিতর্ক কেরলে , তেখনি স্বর্গদূতক নিন্দা কেরিক দোষী কেরেক সাহস কেরলেকে ন্যে, কিন্তু বলেলেকে, “প্রভু হোসনিক ধমক দিহি “। 10কিন্তু হোসনি ন্যে বুঝিক স্বর্গদূতক নিন্দা কেরে; এবং বুুদ্ধিবিহীন পশুসেনিক মতো যা স্বভাবতঃ জানে, তাতে নষ্ট হেওয়ে । 11ঠিক হোসনিক! কারণে হোসনি কয়িনক পথে চেল গেলে আর টাকাক লোভে বিলিয়মেক ভুল পথে য্যাক গিরলে আর কোরহের প্রতিবাদে বিনষ্ট ভেলে ।12তকর তোরনিক সেঙ্গে খ্যাক সেঙ্গে সময়ে তোরনিক প্রীতিভোজ ব্যঘাত সৃষ্টিকারীর মত , হোসনি এমন পালক যে নির্ভয়ে নিজকসেনিক চালাওয়ে ; হোসনি বাতাসম ভাসমান নির্জল মেঘ; হেমন্তকালক ফলহীন, দুই বার মৃত ও নির্মূল গাছ; 13হোসনি নিজ লজ্জারূপ ফেনা বের কেরেক মতো প্রচন্ড সামদ্রিক তরঙ্গরক মতো , ভ্রমনকারীহোসনি , যকর জন্যে অনন্তকালক ঘোরতর আন্ধার অপেক্ষা কেরে ।14আর আদম সেতির সাত পুরুষ যে হনোক, উুঁ হে লোকসেনি উদ্দেশ্যে হি ভাববানী বলেললে” দেখ প্রভু নিজক দশ হাজার পবিত্র দূতসেনিক সেঙ্গে আলে , যেন সাবুক বিচার কেরে ; 15আর ভক্তিহীন সাবু নিজকসেনিক যে সাব ভক্তিবিরূদে কামক মাধ্যমে ভক্তিহীনতা দেখায়ে আর ভক্তিহীন পাপীসেনি ওকঁর বিরূদ্ধে যে সাব কঠোর কাথা কেহেল্লে ওকঁর জন্যে হোসনিক যেন ভর্তসনা কেরে। 16এরা বচসাকারী , নিজক নিজক ভাগ্যক দোষ দিয়ে ও খারাপ কামনা- বাসনা অনুগামী; আর হোসনিক মুখ মহাগর্বেরক কাথা বলে আর হোসনি লাভক জন্য মানুষক পক্ষপাত কেরে । সম্পূর্ণ ও অনন্ত পরিত্রাণ যীশুম প্রাপ্য ।17কিন্তু প্রিয় বন্ধুসেনি, একরআগু হামনিক প্রভু যীশু খ্রীষ্টক প্রেরিতসেনি যে সাব কাথা কেহে , তোরনি সে সব মনে কর ; 18হোসনিও তোরনিক বলেলো , শেষ সময়ে , উপহাসকারী উপস্থিত হেতে , হোসনি নিজক নিজক ভক্তিবিরূদ্ধে অভিলাষ অনুসারে চেলতে । 19হোসনিক পক্ষপাতিত্বকারী , বিলাসী , আত্মাবিহীন ।20কিন্তু , প্রিয় বন্ধুসেনি, তোরনিক নিজকসেনিক পরম পবিত্র শাস্ত্রেম উপরে নিজকসেনিক গাঁথিক উঠাতে উঠাতে , পবিত্র আত্মাম প্রার্থনা কেরতে কেরতে, 21ঈশ্বরক ভালোবাসাম নিজক রক্ষা কর আর অনন্ত জীবনক জন্য হামনিক প্রভু যীশু খ্রীষ্টক দয়াম অপেক্ষাম রহ ।22আর কিছু লোকক ঠিনা, যেসনি কোনো শিক্ষাম বিশ্বাস কেরা উচিত সে বিষয়ে সন্দেহ কেরে হোসনিক প্রতি দয়া কর , 23আগিন সেতির টানি আনিক রক্ষা কর; আর কিছু লোকক ঠিনা নির্ভয়ে দয়া কর ; দেহক ভিতরাম কলঙ্কিত জামা- কাপড়ও ঘৃণা কর । ঈশ্বরক মহিমাজ্ঞাপক শব্দগুলান ।24আর উুঁহ তোরনিক হোঁচট খাওয়া সেথির রক্ষা কেরতে আর নিজক মহিমাম উপস্থিতিক সামনে নির্দোষ অবস্থাম আনন্দে উপস্থিত রেহেল পারে, 25উুঁহ একমাত্র ঈশ্বর হামনিক উদ্ধারকর্তা , হামনিক প্রভু যীশু খ্রীষ্টক মাধ্যমে তকরাক উপস্থিতি, মহিমা , পরাক্রম ও কর্তৃত্ব হোক , আর এখনি আর চিরকাল হোক । আমেন ।